Site icon Jamuna Television

যুক্তরাজ্যে ভিন্ন বৈশিষ্ট্যের করোনা, ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন ইউরোপীয় দেশ

যুক্তরাজ্যে ভিন্ন বৈশিষ্ট্যের এক করোনাভাইরাস ছড়িয়ে পড়ায়; ইউরোপের অনেক দেশই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার, ইইউ জোটের বৈঠকে নির্ধারিত হবে পরবর্তী কর্মপরিকল্পনা।

জার্মানি-ফ্রান্স-ইতালি-নেদারল্যান্ডস-বেলজিয়াম ও আয়ারল্যান্ড এরইমধ্যে ব্রিটেনের সাথে বিমান ফ্লাইট চলাচল বন্ধ করেছে। লন্ডন থেকে বেলজিয়ামে নিষিদ্ধ করা হয়েছে ট্রেন সার্ভিসও। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে- এমনটা জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা।

এটা যে ‘কোভিড নাইনটিনে’র তুলনায় অনেক বেশি প্রাণঘাতী বা মারাত্মক, সেরকম প্রমাণ তারা এখনো পাননি। আর, নতুন প্রজাতির ভাইরাস মোকাবেলায় চলমান ভ্যাকসিন কার্যকর কিনা- সেটাও অস্পষ্ট। তাই, রোববার হঠাৎই অঞ্চলগুলোয় ৪ স্তরবিশিষ্ট কঠোর লকডাউন জারি করেন, প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিশ্লেষকরা বলছেন, নতুন ভাইরাসটি করোনারই এক পরিবর্তিত রূপ। তাদের দাবি, কোভিড নাইনটিনের তুলনায় ৭০ শতাংশ বেশি সহজে এবং দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও উদ্বিগ্ন।

তারা বলছে, নতুন বৈশিষ্ট্যের ভাইরাস নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াতেও পাওয়া গেছে।

Exit mobile version