Site icon Jamuna Television

আজ থেকে শুরু হচ্ছে দেশের প্রথম ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট

আজ থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে দেশের প্রথম ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে এই আসর। বেশ কয়েকজন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় অংশ নিচ্ছেন এই আসরে।

মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আকবর আলী, তৌহিদ হৃদয়রা খেলছেন এই টুর্নামেন্টে। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত এই আসরের আয়োজক ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট এসোসিয়েশন।

এই টুর্নামেন্টে ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

Exit mobile version