Site icon Jamuna Television

মানব উন্নয়ন সূচকে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ

মানব উন্নয়ন সূচকে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। তবে, ৮ টি দক্ষিন এশীয় দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। পরিবেশের প্রভাবজনিত সমন্বিত মানব উন্নয়ন সূচক অনুযায়ি আরো ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

সোমবার সকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউএনডিপির ২০২০ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মানব উন্নয়ন পরিস্থিতি মধ্যম সারির। গেলবার ১৩৫ তম স্থানে ছিল বাংলাদেশ। ভারত ও পাকিস্তান এবার দুই ধাপ করে পিছিয়েছে। ভারত ও পাকিস্তান রয়েছে যথাক্রমে ১৩১ ও ১৫৪ তম স্থানে। সারা বিশ্বের মধ্যে মানব উন্নয়ন পরিস্থিতিতে সবচেয়ে ভালো নরওয়ে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা বৈষম্য ও দুর্নীতি।

Exit mobile version