Site icon Jamuna Television

মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কালশির তালতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরের দিকে নাভানা টাওয়ারের পাশের বস্তিতে আগুন লাগে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। এছাড়া আগুন লাগার কারণও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

তারা জানায়, পানির যথাযথ ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে। আগুন নেভাতে স্থানীয়দের সহযোগিতা ছিল চোখে পড়ার মত। সবাই যার যার অবস্থান থেকে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে দেখা যায়।

আগুনের কারণে সর্বস্ব হারানো একজন বস্তিবাসী জানান, দুপুরের দিকে বাসায় খেতে এসে দেখেন তাদের ঘরবাড়ি আগুনে পুড়ছে। তবে কীভাবে আগুন লেগেছে সেটি নিশ্চিত নন। সহায় সম্বল হারিয়ে দিশেহারা অবস্থা বস্তিবাসীর প্রায় সকলের।

তারা বলছেন, কনকনে শীতের মধ্যে তাদের ঠাঁই এখন খোলা আকাশের নিচে। মাথা গোঁজার জায়গা নিশ্চিতের পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেন বস্তিবাসীর।

Exit mobile version