Site icon Jamuna Television

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সংসদ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ফোরাম। সোমবার সকালে জাতীয় সংসদের সামনে আয়োজিত মানববন্ধনে প্রতিবাদ জানান তারা।

মানববন্ধনে তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙার অবমাননা মেনে নেয়া হবে না। দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে সংসদ সচিবালয় থেকে র‍্যালি নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা।

Exit mobile version