Site icon Jamuna Television

ক্রিসমাসে মিথিলাকে কাছে না পেয়ে মন খারাপ সৃজিতের

মিথিলা ও মেয়ে আয়রাকে ক্রিসমাসে কাছে না পেয়ে নাকি মন খারাপ করেছেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি।

আনন্দবাজার জানিয়েছে, মেয়ে আয়রাকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন মিথিলা। দেশে জি ফাইভের কাজ সেরে নাকি ক্রিসমাসেই কলকাতায় ফেরার কথা ছিল দু’জনের। কিন্তু এখানে তার আরও কয়েকটা কাজ আছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সৃজিতের মন খারাপ হয়ে গিয়েছে ঠিক তারই জন্য।

মিথিলার বরাতে আনন্দবাজার জানিয়েছে, আয়রার জন্য ক্রিসমাসের অনেক প্ল্যান করেছিল সৃজিত। আর তারা ক্রিস্টমাস ট্রি-ও অর্ডার করেছিলেন। আয়রা নাকি নিউ ইয়ারে ক্রিস্টমাসের জামা পরে সৃজিতের সঙ্গে সেলিব্রেট করবে।

সম্প্রতি তানিম নূর আর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ‘কনট্র্যাক্ট’ ছবিতে কাজ করছেন মিথিলা। সিনেমায় আরও আছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিমউদ্দিনের গল্প নিয়ে এই সিরিজ। আর এ কারণেই দেশে অবস্থান করছেন মিথিলা।

Exit mobile version