Site icon Jamuna Television

ছবির সেটেই গুরুতর অসুস্থ মিঠুন

মিঠুন চক্রবর্তী

পেটের সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর শুটিংয়ে অভিনেতা মুসৌরিতে ছিলেন। আর সেখানেই ঘটে এ কাণ্ড।

পরিচালক বিবেকের বরাতে আনন্দবাজারের জানায়, মুসৌরিতে একটি বড় দৃশ্যের শুট চলছিল। কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অসুস্থ অবস্থাতেই শুটিং চালিয়ে যাচ্ছিলেন মিঠুন। হঠাৎ যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না এই প্রবীণ অভিনেতা। তবুও তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিচ্ছিলেন। একবারের জন্যও বোঝা যাচ্ছিল না, তিনি অসুস্থ।’

সম্মান জানিয়ে পরিচালক জানান, ‘এই প্রজন্মের কোনও অভিনেতার মধ্যে কাজের প্রতি এত নিষ্ঠা, ভালবাসা দেখেননি তিনি। মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা যে কোনও ছবির সম্পদ।’

‘তাসখন্দ ফাইলস’ ২০১৯ সালে বেশ হিট করে। এটাও বিবেকের পরিচালিত হিট সিনেমা। সেই সাফল্যেই অনুপ্রাণিত পরিচালক ঠিক করেন, কাশ্মীরী হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরবেন তার আগামী ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ।

Exit mobile version