Site icon Jamuna Television

টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ

অনলাইনে ভিডিও শেয়ার করার মাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন। খবর গালফ নিউজের।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, সোশ্যাল মিডিয়ার প্লাটফরম টিকটকে শনিবার আমি অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করেছি। জনগণ যেখানে, আমরাও সেখানে থাকতে চাই।

তিনি বলেন, আরবের ইতিবাচক কনটেন্ট তৈরি করে এখানে শেয়ার করতে চাই। তরুণদের কথা শুনবো, আমাদের গল্পও তাদের বলবো।

নতুন অ্যাকাউন্ট খুলে একটি অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করেছেন দুবাইয়ের শাসক। এরইমধ্যে এতে লাইক ৯০ হাজার ছড়িয়ে গেছে।

ইউএইচ/

Exit mobile version