Site icon Jamuna Television

ফিলিপাইনে ভয়াবহ বন্যা, মৃত্যু ৮

ফিলিপাইনে ভয়াবহ বন্যায় প্রাণ হারালো কমপক্ষে ৮ জন। রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য।

উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে কমপক্ষে ১০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। দুর্যোগ কবলিত এলাকা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে বাকি বাসিন্দাদের।

লুঝন দ্বীপের ১৪টি শহরে গলা পর্যন্ত পৌঁছেছে বন্যার পানির উচ্চতা। সেখানে সরকারি উদ্যোগে চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। বছরে কমপক্ষে ২০টি মৌসুমি ঝড়ের মুখোমুখি হয় ফিলিপাইন। কয়েক মাসের ঝড়-বন্যা-বৃষ্টি ও ভূমিধসে দেশটিতে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে ১৪৮ জন।

ইউএইচ/

Exit mobile version