Site icon Jamuna Television

ময়মনসিংহ প্রিমিয়ার লিগেও ব্যর্থ আশরাফুল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে আশরাফুলের ব্যর্থতার কথা সবারই জানা। টুর্নামেন্টের শুরুর দিকে কিছুটা আশা জাগালেও শেষ দিকের ম্যাচ গুলোতে সেরা একাদশেও জায়গা হয়নি তার। এই টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলে ফেরার যে মিশনে নেমেছিলেন লিটল মাস্টার তা আর বাস্তবায়ন হয়নি। এখন জাতীয় দলের হয়ে মাঠে নামার সম্ভবনাও নেই আশরাফুলের।

ব্যাট হাতে সেই আশরাফুল এবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন ময়মনসিংহ প্রিমিয়ার লিগেও। বেশ কিছু তারকা ক্রিকেটার এই লিগে খেলছেন। আশরাফুলের দল ময়মনসিংহ টাইগার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দলতো হেরেছেই, সেই সাথে মাত্র ১ রানে আউট হয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার।

এই টুর্নামেন্টে ময়মনসিংহ টাইগার্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে ময়মনসিংহ থান্ডার। আগে ব্যাট করে ৯ উইকেটে ১০৫ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় থান্ডার। থান্ডারের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন তৌহিদ। অলরাউন্ডার শুভাগত হোম করেন ২৫ রান, বল হাতে নিয়েছেন চার উইকেট।

দিনের আরেক ম্যাচে ঈগলসের বিপক্ষে ১১ রানে জিতেছে রাইডার্স।

Exit mobile version