Site icon Jamuna Television

জয়পুরহাটে নকল পোল্ট্রি মেডিসিন বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ভেজাল ও নকল পোল্ট্রি মেডিসিন বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে সদর উপজেলা গেটের সামনে সি ও কলোনি এলাকায় মেসার্স আকলিমা ভেটেরিনারি ফার্মেসিতে অভিযান চালিয়ে রেনাটা কোম্পানির নামে বিপুল পরিমাণ নকল অ্যান্টিবায়োটিক রেনামাইসিন মেডিসিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার এবং সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রাশেদুল ইসলাম জানান, দোকানের মালিক সাহেদকে নকল ওষুধ বিক্রির দায়ে নগদ পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে সেই সাথে জব্দকৃত নকল ছয়চল্লিশ কেজি ওষুধ বিনষ্ট করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version