Site icon Jamuna Television

ইংল্যান্ডের সাথে যাত্রা শুরু জ্যাক ক্যালিসের

আসছে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিসকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইসিবি। পাকিস্তানের বিপক্ষে টেস্টে জোনাথন ট্রট এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে সাময়িক সময়ের জন্য ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করেছেন মার্কস ট্রেসকোথিক।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৬ টেস্টে খেলেছেন জ্যাক। ৪৫টি টেস্ট সেঞ্চুরির সাহায্যে মোট রান করেছেন ১৩ হাজার ২৮৯ , পাশাপাশি বল হাতে শিকার করেন ২৯২ উইকেট । ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন ৩৫৩ ম্যাচে। ব্যাট হাতে ১৭টি সেঞ্চুরির করেছেন এই অলরাউন্ডার। মোট রান ১২ হাজার ২৪৫। বল হাতে শিকার করেছেন ২৮৫ উইকেট।

মাঠের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর থেকেই কোচিং পেশায় মনযোগী হয়েছেন এই অলরাউন্ডার। এক সময় আইপিএলের মাঠ মাতানো এই অলরাউন্ডার কোলকাতা নাইট রাইডারের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ২০১৫ সাথে। এর পর থেকেই কোলকাতা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

Exit mobile version