Site icon Jamuna Television

খাবার টেবিল থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর :

যশোরে হোটেলের খাবার টেবিল থেকে ডেকে নিয়ে বিশে ওরফে বিষে (৩৫) নামে
এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

সোমবার বিকেল ৪টার দিকে শহরের আরবপুর এলাকার আসলামের হোটেলে হামলার ঘটনা ঘটে। পৌনে ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বিশে ওরফে বিষে শহরের আরবপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৯টি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, সোমবার বিকেলে যশোর শহরের আরবপুর মোড়ে আসলামের হোটেলে ভাত খাচ্ছিলেন বিশে (৩৫)। এ সময় বালিয়া ভেকুটিয়া কলোনি এলাকার দেলোয়ারের ছেলে সাগর (৩০) ও তার কয়েকজন সহযোগী বিশেকে ডেকে নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন আইনে অন্তত ৯টি মামলা রয়েছে।

ইউএইচ/

Exit mobile version