Site icon Jamuna Television

ফেডারেশন কাপের প্রতি ম্যাচেই পুরস্কার দেয়া হবে সাংবাদিকদের

করোনার মহামারির ধকল কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। এই টুর্নামেন্টে খেলোয়াড়দের পাশাপাশি পুরষ্কার প্রদান করা হবে সাংবাদিকদেরও।

ফেডারেশন কাপ ফুটবলের স্পন্সর প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বাফুফে ভবনে সাংবাদিকদের জানান প্রতি ম্যাচেই লটারির মাধ্যমে তিনজন করে সাংবাদিককে পুরস্কার প্রদান করা হবে ।

আর প্রতি ম্যাচেই সেরা খেলোয়াড়কে পুরস্কার দেয়া হবে একটি করে স্মার্ট ফোন। এছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ৫ লক্ষ ও রানারআপ দলকে ৩ লক্ষ করে টাকা। তাছাড়াও টুর্নামেন্টে অংশ নেয়া ১৩ টি দলকেই দেয়া হবে ২ লক্ষ করে টাকা।

Exit mobile version