Site icon Jamuna Television

তেলেঙ্গানায় তৈরি হলো সোনু সুদের মন্দির

ভারতে করোনাকালে অসহায় মানুষদের পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজন বলিউড অভিনেতা সোনু সুদ। সোনু সুদকে সম্মান দিতেই তার নামে মন্দির তৈরি হয়েছে তেলেঙ্গানাতে।
খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, মানুষই ঈশ্বর, এই কথাই প্রমাণ করেছেন সোনু। আর তার মর্যাদা দিতেই এই পদক্ষেপ। সিদ্দিপেটের ডব্বা টণ্ডা গ্রামে স্থাপন করা হয়েছে তার নামের মন্দির। বসানো হয়েছে তারই আদলে মূর্তি।‘জয় হো সোনু সুদ’ স্লোগান দিতে দিতে মন্দির উদ্বোধন করছেন সোনু অনুরাগীরা। মূর্তির পিছনে বড় প্ল্যাকার্ডে লেখা ‘দেশের বাস্তব হিরো সোনু সুদ।’

স্থানীয়রা জানিয়েছেন, ‘দেশের ২৯টি রাজ্যের মানুষকেই সাহায্য করেছেন তিনি। ভবিষ্যতে আমাদের কোনো প্রয়োজন পড়লেও তিনি এগিয়ে আসবেন। এ কথা জোর দিয়ে বলতে পারি। তাই জন্যই আমরা ওনার মূর্তি স্থাপন করার কথা ভেবেছি।’

লকডাউনের পর থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়েছিলেন সোনু সুদ। কিন্তু এখানেই শেষ না। অনাথ শিশুদের দত্তক নেওয়া, বৃদ্ধা, পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা ছাড়াও আরও অনেক সমাজ সেবামূলক কাজ করেছেন।

ইউএইচ/

Exit mobile version