Site icon Jamuna Television

কক্সবাজারে অবতরণ কেন্দ্রের মাছের আড়তে আগুন, ক্ষয়ক্ষতি ২০ লক্ষাধিক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের অবতরণ কেন্দ্রের অভ্যন্তরে মাছের আড়তে আগুন লেগে বিশ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও শেখ হাসিনা বিমান ঘাটির ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় অবতরণ কেন্দ্রের মূল ভবন আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আজ সোমবার বেলা দুইটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও শেখ হাসিনা বিমান ঘাটির ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তার আগেই তিনটি মাছের আড়ত ও দুইটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, সিগারেটের আগুন থেকে মাঠে রাখা ককশিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির কথা জানান তিনি।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির কারণ নির্ণয়ে কমিটি গঠনের কথা জানিয়েছেন মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক এহেসানুল হক। তিনি জানান, আগুন লাগার সাথে সাথে ৯৯৯ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়, ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হয়।

ইউএইচ/

Exit mobile version