Site icon Jamuna Television

ভিন্নধর্মী ‘ড্রাইভ-থ্রু’ বিয়ের আয়োজন হলো মালয়েশিয়ায়!

করোনা মহামারির মধ্যেই ভিন্নধর্মী ড্রাইভ-থ্রু বিয়ের আয়োজন হলো মালয়েশিয়ায়। স্বাস্থ্যবিধি বজায় রাখতে মূলঅনুষ্ঠানে অতিথিসংখ্যা ২০-এ সীমিত করা হলেও গাড়ি নিয়ে আয়োজনে অংশ নেন আরও ১০ হাজার মানুষ।

রোববার রাজধানী কুয়ালালামপুরের পুত্রাজায়ায় হয় এ আয়োজন। প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী টেংকু আদনানের ছেলের বিয়েতে সামাজিক দূরত্ব বজায় রেখে হলেও আড়ম্বরে কমতি ছিলো না।

অতিথিরা গাড়িতে করে অনুষ্ঠানে আসেন, গাড়ি থেকেই নবদম্পতির উপহার দেন এবং খাবার নিয়ে চলে যান। পুরো আয়োজন শেষ হয় তিন ঘণ্টায়। জমকালো এ আয়োজনের পরদিনই দুর্নীতি মামলায় বরের বাবার এক বছরের জেল এবং পাঁচ লাখ ডলারের জরিমানা হয়।

ইউএইচ/

Exit mobile version