Site icon Jamuna Television

ফাইজারের প্রথম ডোজের ভ্যাকসিন নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন

করোনা প্রতিরোধে ফাইজারের প্রথম ডোজের ভ্যাকসিন নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সাধারণ মানুষের অনাস্থা কাটাতে, সোমবার, টেলিভিশনে লাইভ শো’তে টিকাটি নেন তিনি।

টিকাদান কার্যক্রম শুরুর জন্য ট্রাম্প প্রশাসনকে সাধুবাদও জানান। একই দিন টিকা নিয়েছেন তার স্ত্রী জিল বাইডেনও। শীর্ষ মার্কিন রাজনীতিকদের মধ্যে তাদের আগেই এ টিকা নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি।

১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে টিকাদান শুরুর পর থেকে এ পর্যন্ত টিকাটি নিয়েছেন সাড়ে ৫ পাঁচ লাখের বেশি মার্কিনী। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ক্ষমতার প্রথম ১শ’ দিনে ১০ কোটি নাগরিককে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে বাইডেন প্রশাসন।

Exit mobile version