Site icon Jamuna Television

এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

দুর্নীতির মামলায় এমপি পাপুলের স্ত্রী ও মেয়ে কে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১০ ডিসেম্বর পাপুলের স্ত্রী ও মেয়ের আগাম জামিন নামঞ্জুর করেন আদালত। তাদেরকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছিল।

অর্থ ও মানবপাচারের অভিযোগে বর্তমানে কুয়েতের কারাগারে আছেন এমপি পাপুল। ২৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

Exit mobile version