Site icon Jamuna Television

কুষ্টিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরের হালসায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের দেওয়া খবরে হালসার দরগার মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক হালশা গ্রামের ভাদু আলীর ছেলে মো. সোলেমান (১৮)।

স্থানীয় ওয়ার্ড সদস্য আবদুল হামিদ জানান, নিহত যুবক কৃষি কাজ করতো। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা জানাতে পারেননি এলাকাবাসী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, হালসা দরগার মাঠ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতের কোনো এক সময় ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ইউএইচ/

Exit mobile version