Site icon Jamuna Television

সুনামগ‌ঞ্জে শিশু মুসা হত্যা: প্রধান আসা‌মির তিনদিনের রিমান্ড

সুনামগঞ্জ প্র‌তি‌নি‌ধি :

সুনামগঞ্জ শহ‌রের হাসন নগ‌রে পাথর দি‌য়ে মাথা থেঁত‌লে চার বছ‌রের শিশু এনামুল হক মুসা হত্যার ঘটনায় প্রধান আসামি আব্দুল হা‌লিম ওর‌ফে ওমর ফারুক‌কে (২৮) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আসামিকে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই এলাহী’র আদালতে তোলা হলে তিনি এ আদেশ দেন।

কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ জানান, শিশুকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় একমাত্র আসা‌মি‌কে সোমবার আদালতে তোলা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর ক‌রেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সুনামগঞ্জ পৌর শহরের শহ‌রের হাসন নগ‌র এলাকায় ৪ বছরের শিশু এনামুল হক মুসাকে পাথর দি‌য়ে মাথা থেঁত‌লে খুন করে আব্দুল হালিম। এ সময় স্থানীয়রা তা‌কে আটক ক‌রে পুলিশে তুলে দেয়। প‌রে ঘটনার দিন রা‌তেই সুনামগঞ্জ সদর থানায় হত্যা মামলা‌টি দা‌য়ের ক‌রেন নিহত শিশুর চাচা নূর হো‌সেন।

ইউএইচ/

Exit mobile version