Site icon Jamuna Television

নরসিংদীতে বেপোরোয়া বাসের চাপায় এক নারী নিহত

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর শিবপুরে বেপরোয়া বাসের চাপায় ফাতেমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত ফাতেমা শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের মেজবাহ উদ্দিনের স্ত্রী।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কামারটেকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সোহাগ পরিবহনের ওই বাসটি আটক করেছে পুলিশ। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূর হায়দার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফাতেমা বেগম তার মেয়ের বাড়ি থেকে কামারটেক হয়ে শিবপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে অপর একটি গাড়িকে পাশ কাটানোর সময় পথচারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বেলাব উপজেলা বারৈচা এলাকায় ঘাতক বাসটি আটক করে। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

ইউএইচ/

Exit mobile version