Site icon Jamuna Television

ব্লকবাস্টারসিনেমাসে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’

ঢাকার ব্লকবাস্টারসিনেমাসে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের অ্যাডভেঞ্চার-অ্যাকশন মুভি ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। আগামী ২৫ ডিসেম্বর সারা বিশ্বের সাথে বাংলাদেশের দর্শকরাও পরিচালক প্যাটি জেনকিনসের চলচ্চিত্রটি দেখতে পাবেন। এর আগে, ২০১৭ সালে সুপারহিরো মুভি ‘ওয়ান্ডার ওমেন’ তৈরি করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

এর আগে করোনা মহামারির কারণে কয়েকবার পিছিয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। অবশেষে গত ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এটি।

‘ওয়ান্ডার ওম্যান’র অভিনেত্রী গ্যাল গ্যাডট থাকছেন ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-এও। স্টিভের চরিত্রে রয়েছেন ক্রিস পাইন, চিতা অবতারে ক্রিস্টেন উইগ ও ভিলেন ম্যাক্সওয়েল লর্ডের ভূমিকায় পেদ্রো পাসকেল। ২০১৭ সালে অনেকটা ঝুঁকি নিয়েই ওয়ার্নার ব্রাদার্স রিলিজ করেছিল ‘ওয়ান্ডার ওম্যান’। মাত্র ১২০ মিলিয়ন বাজেটের ছবিটি ব্যবসা করেছিল ৮২১ মিলিয়নের বেশি। এরপর ভক্তরা অপেক্ষা করেছিলেন তার দ্বিতীয় সিনেমার জন্য।

Exit mobile version