Site icon Jamuna Television

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ওসি মিজানুরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান।

ইয়াবা দিয়ে ফাঁসানো ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে হওয়া মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান মামলাটি আমলে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। গত ১৭ নভেম্বর ক্ষুদ্র ব্যবসায়ী মো. রহিম আদালতে মামলাটি দায়ের করেন। শুনানির পর আজ তদন্তের আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আনিসুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক খায়রুল ইসলাম, শহিদুল ইসলাম ও পুলিশের কথিত সোর্স দেলোয়ার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়ী রহিমকে গত ১২ অক্টোবর সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া ব্রিজের কাছে আটক করে পুলিশ। ভয় দেখিয়ে তার কাছ থেকে কয়েক দফায় টাকা ও স্বর্ণালংকার আদায় করার অভিযোগ করেন তিনি। এছাড়া, ইয়াবা পাওয়ার মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলেও পাঠায় পুলিশ। ১৭ দিন পর গত ৩০ অক্টোবর মুক্তি পান ব্যবসায়ী রহিম।

Exit mobile version