Site icon Jamuna Television

ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনেই নতুন বৈশিষ্ট্যের করোভাইরাস মোকাবেলা করা সম্ভব

ফাইজার-বায়োএনটেকের কোভিড ভ্যাকসিনেই নতুন বৈশিষ্ট্যের করোভাইরাস মোকাবেলা করা সম্ভব। দাবি, জার্মান জৈবপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান- বায়োএনটেকের।

প্রতিষ্ঠানটির প্রধান উগুর শাহিন জানান, প্রাকৃতিক বিবর্তনে বিভিন্ন সময়ে রূপ বদলানো ২০টির বেশি ভাইরাসের ওপর কার্যকর বর্তমান ভ্যাকসিনটি। তাই নতুন ভাইরাস প্রতিরোধে ভিন্ন ভ্যাকসিনের প্রয়োজন হলেও কোভিড টিকার চেয়ে তা খুব একটা আলাদা হবে না। পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে দু’সপ্তাহের মধ্যেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান শাহিন। এরপর ছয় সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে নতুন টিকা।

বিশ্বজুড়ে করোনার প্রথম কার্যকর প্রতিষেধক হিসেবে স্বীকৃত ফাইজার-বায়োএনটেকের টিকা। এক সপ্তাহের মধ্যে শুধু ইউরোপেই যাচ্ছে সোয়া এক কোটি ডোজ। তিন সপ্তাহের ব্যবধানে দু’ডোজ করে ৬০ লাখের বেশি ইউরোপিয়ান নেবেন টিকাটি।

Exit mobile version