Site icon Jamuna Television

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে রাজধানীর মনোয়ারা হাসপাতালে ভাঙচুর

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালে ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। মঙ্গলবার সন্ধ্যায় হাঁটুতে অস্ত্রোপচারের সময় আইসিইউ-তে মারা যান বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ন ব্যবসায়ী সিরাজুল ইসলাম। হাঁটুর সমস্যা নিয়ে গত রোবার মনোয়ারা হাসপাতালে ভর্তি হন ৬৯ বছর বয়সী এই ব্যবসায়ী।

মঙ্গলবার তার পায়ে অস্ত্রোপচার হবার কথা থাকলেও ব্যাথানাশক ইনজেকশন দেবার পর তার শারিরীক অবস্থা খারাপ হয়। পরে রোগির স্বজনরা চিকিৎসা অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কক্ষ ভাংচূর করে। ঘটনার আকস্মিকতায় পালিয়ে যায় হাসপাতালের স্টাফ ও চিকিৎসকরা।

এসময় চিকিৎসা নিতে আসা রোগীরা আতংকিত হয়ে পরেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় রমনা থানায় মামলা করেছেন রোগীর স্বজনরা।

Exit mobile version