Site icon Jamuna Television

আইনজীবীকে লক আপে আটকে রাখার অভিযোগ, বিচারকের অপসারণ চেয়ে আইনজীবীদের বিক্ষোভ

এক আইনজীবীকে আসামির লক আপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগে ঢাকার একজন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন আইনজীবীরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একদল বিক্ষুব্ধ আইনজীবী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেয়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সিএমএম আদালতের মূল গেটে তালা লাগিয়ে দেয়। এসময়, ওই বিচারকের অপসারণ চেয়ে আইনজীবীরা স্লোগান দিতে থাকে। এরপর থেকেই সিএমএম আদালতের বিচারকাজ বন্ধ রয়েছে। আদালতের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, গতকাল লক আপে আটকে রাখার অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন ভুক্তভোগী আইনজীবী রুবেল আহমেদ ভুঞা। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন তিনি।

Exit mobile version