Site icon Jamuna Television

ঢাকা থেকে সরিয়ে ৪টি স্থানে আন্তঃজেলা বাস টার্মিনালের ব্যাপারে ভাবছেন দুই মেয়র

ঢাকার ভেতর থেকে সরিয়ে নির্দিষ্ট ৪টি স্থানে আন্তঃজেলা বাস টার্মিনাল করার কথা ভাবছেন উত্তর ও দক্ষিণ সিটির দুই মেয়র। বুধবার সকালে সাভার বিরুলিয়ায় আন্তঃজেলা বাস টার্মিনালগুলোর প্রস্তাবিত স্পট পরিদর্শন শেষে তারা এ কথা জানান।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, শহরের বাস শহরের ভেতরে চলবে। আর বাইরের আন্তঃজেলা বাস একটি সুনির্দিষ্ট জায়গায় এসে থামবে। তিনি আরও বলেন, বিরুলিয়া, হেমায়েতপুর, কাঁচপুর, কেরানীগঞ্জ এই ৪টি স্থানে বাস টার্মিনাল করার পরিকল্পনা করা হয়েছে। মালিক-শ্রমিক সবাইকে একটি নির্দিষ্ট নিয়মের ভেতরে আসতে হবে বলেও জানান মেয়র আতিক।

এসময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা শহরের উপর চাপ কমিয়ে আনাই মূল লক্ষ্য। তবে বিশেষজ্ঞদের মতামত যাচাই-বাছাই করেই টার্মিনালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Exit mobile version