Site icon Jamuna Television

কক্সবাজারে শিশু হৃদয় হত্যায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ৩ আসামিকে খালাসের হাইকোর্টের রায় স্থগিত

কক্সবাজারে ৬ বছরের শিশু হৃদয় হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন আসামিকে খালাসের হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। বুধবার সকালে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকির চেম্বার আদালত এ আদেশ দেন।

গত ৭ ডিসেম্বর শিশু হৃদয় মনিকে হত্যার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে খালাস দিয়েছিল হাইকোর্ট। সেদিন আসামিদের আপিল আবেদন মঞ্জুর এবং ডেথ রেফারেন্স খারিজ করে সোমবার বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি এএসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

২০১৩ সালে ৪ জুলাই কক্সবাজার শহরের নুনিয়ারছটার বাসিন্দা নুরুল আলমের ছেলে হাজী হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হৃদয় মনিকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর পরদিন সকালে হোটেল ওশান প্যারাডাইসের পেছনে সমুদ্র সৈকতে শিশু মনির লাশ পাওয়া যায়।

একই বছরের ৬ জুলাই হৃদয়ের বাবা নুরুল আলম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন।

Exit mobile version