Site icon Jamuna Television

আমেরিকায় করোনায় অনেকে মারা গেলেও বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমেরিকায় করোনায় অনেকে মারা গেলেও বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে। তবে এক্ষেত্রে জনগণের সহায়তা জরুরি বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ বুধবার আশকোনার হজক্যাম্পে বিদেশফেরত যাত্রীদের জিন এক্সপার্ট মেশিনে কোভিড নাইনটিন শনাক্তকরণ, ভ্রাম্যমাণ আরটি পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টের উদ্বোধন শেষে উদ্বোধন অনুষ্ঠান শেষে এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, করোনার নতুন রূপে সবাই চিন্তিত। তবে নতুন ধরনের ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি আছে। সেই সক্ষমতাও আছে বাংলাদেশের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বয়স্কদের সতর্ক থাকতে হবে, পরতে হবে মাস্ক। ফ্লাইট বন্ধের বিষয়েও আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। অচিরেই জানানো হবে সিদ্ধান্ত। জাহিদ মালেক বলেন, যুক্তরাজ্য থেকে কেউ আসলে তাকে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিমানবন্দরে তাদের জন্য আলাদা লাইন হবে। আর অন্য দেশ থেকে এলে কোয়ারেন্টাইন হবে তিনদিনের।

Exit mobile version