Site icon Jamuna Television

বিদায় নেয়ার আগ-মুহূর্তে বিশেষ ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করছেন ট্রাম্প

ক্ষমতা ছাড়ার আগেই পরিবারের অপরাধ ক্ষমার ব্যবস্থা করেছেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বিদায় নেয়ার আগ-মুহূর্তে বিশেষ ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারও, সেটি প্রয়োগের মাধ্যমে ১৫ দণ্ডপ্রাপ্তকে ক্ষমা করেন তিনি।

তার মধ্যে, মার্কিন নির্বাচনের সময় রাশিয়ার সাথে ষড়যন্ত্র করার দায়ে শাস্তিপ্রাপ্ত দু’জন রয়েছেন। জর্জ পাপাডোপলাস ছিলেন ট্রাম্প শিবিরের প্রচারের দায়িত্বে। কিন্তু, ২০১৬ সালে রুশ যোগসাজশে তিনি জড়িত ছিলেন- এমনটা স্বীকার করেন তিনি।

রাশিয়ার কাছে তথ্য পাচারের দায়ে শাস্তিপ্রাপ্ত অ্যালেক্স ভ্যান দর জোয়ানকেও ক্ষমা করেছেন প্রেসিডেন্ট। তারা দু’জনই ১৫ থেকে ৩০ দিন কারাভোগের শাস্তি পান।

এছাড়া, বেসামরিক ইরাকিদের হত্যার দায়ে অভিযুক্ত ৪ নিরাপত্তারক্ষীকে ট্রাম্প ক্ষমা করেছেন। রিপাবলিকান পার্টির ৩ আইনপ্রণেতাকেও করেছেন ক্ষমা।

Exit mobile version