Site icon Jamuna Television

বিশ্বের সব প্রান্তের পর এবার অ্যান্টার্কটিকায়ও শনাক্ত হয়েছে করোনাভাইরাস

আজ থেকে শুরু হচ্ছে বিনামূল্যে করোনার অ্যান্টিজেন পরীক্ষা

বিশ্বের সব প্রান্তে করোনা সংক্রমণ শনাক্ত হলেও এতোদিন বাকি ছিলো বরফের রাজ্য অ্যান্টার্কটিকা। এবার সেখানেও শনাক্ত হয়েছে ভাইরাসটি।

চিলির সেনাবাহিনী বলছে, চলতি সপ্তাহে ৩৬ জনের শরীরে পাওয়া গেছে করোনার উপস্থিতি। যার মধ্যে ২৬ জনই সেনাকর্মকর্তা। শনাক্তের পর প্রত্যেককে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। গেলো নভেম্বরে অ্যান্টার্কটিকার উত্তরাঞ্চলে ২০৮ আরেহী নিয়ে একটি জাহাজ পাঠায় চিলি। সেখানে প্রথমে তিন জনের শরীরে উপসর্গ দেখা দেয়ায় ছড়ায় আতঙ্ক। এর পরই শনাক্ত হয় রোগীরা।

ঋতু ভেদে মহাদেশটিতে বাস করেন, মাত্র ১ থেকে ৫ হাজার মানুষ।

Exit mobile version