Site icon Jamuna Television

ফেনীতে চিংড়ি মাছে জেলি ও ম্যাজিক বল মিশিয়ে বিক্রি, ১৫০ কেজি মাছ জব্দ

ফেনীতে চিংড়ি মাছে জেলি ও ম্যাজিক বল মিশিয়ে বিক্রি করার অপরাধে ১৫০ কেজি মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সকালে ফেনী মৎস্য আড়তে এ অভিযান চালানো হয়। এসময় ৪টি দোকানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত ।

জব্দকৃত মাছ পরিদর্শনে এসে জেলা প্রশাসক জানান, এ ধরনের জেলি মেশানো মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আগামীতে এ ধরনের অভিযান চালু থাকবে বলেও জানান তিনি।

Exit mobile version