Site icon Jamuna Television

নাট্যকার মান্নান হীরার মৃত্যু

ছবি: সংগ্রহীত।

চলে গেলেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মান্নান হীরা। রাজধানীর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হীরা হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন এই নির্মাতা। তার আগে মান্নান হীরা ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দু’টি স্বল্পদৈর্ঘ্যে ছবি পরিচালনা করেন।

কর্মজীবনে মান্নান হীরা দীর্ঘ দিন ধরে আরণ্যক নাট্যদলের সভাপতির দায়িত্ব পালন করেন। জনপ্রিয় এই নাট্যকারের লেখা উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে, ‘ক্ষুদিরামের দেশে’, ‘ফেরারী নিশান’, ‘আদাব’, ‘ঘুমের মানুষ’ ‘মৃগনাভি’, ‘শেকল’, ‘জননী বীরাঙ্গনা’, ‘মণিমুক্তা’, ‘একাত্তরের রাজকন্যা’, ‘মেহেরজান, ‘ফুটপাত’, ‘রেফারী’, ‘বাংলার বাদশা’, ‘সুখদৈত্য’, ‘লাল জমিন’ প্রভৃতি।

Exit mobile version