Site icon Jamuna Television

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে এবার সমঝোতায় যাচ্ছে কোন মুসলিম দেশ?

মেয়াদ শেষ হওয়ার আগেই পঞ্চম মুসলিম দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে কাজ করছে ট্রাম্প প্রশাসন। সম্ভাব্য দেশটি এশিয়ার কোনো রাষ্ট্র হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রী ওফির আকুনিস।

সাক্ষাৎকারে আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী বলেন, ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট শপথ গ্রহণের আগেই ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনারের মধ্যস্থতায়, চলতি বছর মধ্যপ্রাচ্য ও আফ্রিকার চার দেশের সাথে কূটনীতি স্থাপন করে ইহুদিবাদী ইসরায়েল। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান আর মরক্কো।

তালিকার সম্ভাব্য নতুন দেশটির নাম উল্লেখ না করলেও, তা যে পাকিস্তান নয়- সেটি নিশ্চিত করেছেন ইসরায়েলি মন্ত্রী। এছাড়া ওমানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও তৎপরতা চালাচ্ছে তেলআবিব।

Exit mobile version