Site icon Jamuna Television

ইথিওপিয়ায় শতাধিক গ্রামবাসীকে গুলি ও তীর ছুঁড়ে আর আগুনে পুড়িয়ে হত্যা করেছে বন্দুকধারীরা

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে শতাধিক গ্রামবাসীকে গুলি করে, তীর ছুঁড়ে আর আগুনে পুড়িয়ে হত্যা করেছে বন্দুকধারীরা। জানিয়েছে, ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন।

সংঘাতপ্রবণ বেনিশানগুল-গুরমুজ অঞ্চলে বুধবার ভোরে হামলা চালানো হয়। হত্যাযজ্ঞ চলে সন্ধ্যা পর্যন্ত। এতে আহত ৩৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যার পর অনেকের মৃতদেহ আগুনে জ্বালিয়েও দেয় দুর্বৃত্তরা। তবে, হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেনি প্রশাসন।

গুরমুজ আদিবাসী’সহ বেশ কয়েকটি নৃগোষ্ঠীর আবাসস্থল অঞ্চলটি। গেলো কয়েক বছরে পার্শ্ববর্তী আমহারা অঞ্চল থেকে কৃষক ও ব্যবসায়ীরা এসে জোরপূর্বক বসতি স্থাপন ও আবাদি জমি কেড়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Exit mobile version