Site icon Jamuna Television

করোনার প্রভাব মোকাবেলায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে: প্রধানমন্ত্রী

করোনার প্রভাব মোকাবেলায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিএমএ’র ৭৯ তম লং কোর্সের সমাপনী কুচকাওয়াজে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারীতে মিলিটারী একাডেমীতে এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর পক্ষে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ কৃতি ক্যাডেটদের পুরস্কৃত করেন। তাদের হাতে তুলে দেয়া হয় সোর্ড অব অনার।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যুদ্ধজয়ী দেশ। সব সময় একথা মনে রেখে বিশ্বে মাথা উঁচু করে চলার তাগিদ দেন তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনা কর্মকর্তারা যাতে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারেন, সেজন্য তাদের উন্নত শিক্ষাজীবন নিশ্চিত করার চেষ্টা করেছে সরকার।

Exit mobile version