Site icon Jamuna Television

নতুন মার্কিন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন লাতিন বংশোদ্ভুত মিগুয়েল কারদোনা

যুক্তরাষ্ট্রের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে লাতিন বংশোদ্ভুত মিগুয়েল কারদোনা’কে চূড়ান্ত মনোনয়ন দিলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ডেলাওয়ারে হয় ছোট্ট আনুষ্ঠানিকতা। সেখানে, ক্ষমতাগ্রহণের ১০০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বাইডেন।

৪৫ বছরের কারদোনা, বর্তমানে কানেকটিকাট রাজ্যের শিক্ষা কমিশনার হিসেবে কর্মরত রয়েছে। এর আগে, তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের নতুন সরকার কাঠামোয় শীর্ষ স্থানগুলোতে গুরুত্ব পাচ্ছেন হিস্প্যানিক আমেরিকানরা।

এর আগে, হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে আলেহান্দ্রো মাজোরকাস এবং স্বাস্থ্য ও জনসেবা বিভাগের প্রধান হিসেবে মনোনীত হন জ্যাভিয়ার বেসেরা। এদের দু’জনই লাতিন বংশোদ্ভুত।

জো বাইডেন জানিয়েছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐতিহাসিক হবে তার মন্ত্রিপরিষদ।

Exit mobile version