Site icon Jamuna Television

কক্সবাজারের অপহৃত এনজিও কর্মীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান

কক্সবাজারের অপহৃত এনজিও কর্মীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান- এপিবিএন’র সদস্যরা।

১৬ এপিবিএন এর অধিনায়ক হেমায়েতুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে অফিসে ফেরার পথে এনজিও কর্মী হোসাইনকে একদল রোহিঙ্গা অপহরণ করে গভীর পাহাড়ি এলাকায় নিয়ে যায়। বিষয়টি এপিবিএন সদস্যদের জানালে তারা অভিযান শুরু করে। রাত সাড়ে বারোটার দিকে ক্যাম্পের ভেতরে একটি পাহাড়ি এলাকা থেকে অপহৃত হোসাইনকে উদ্ধার করে এপিবিএন ফোর্স। এসময় অপহরণকারীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, অপহরণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কি কারণে সিপিপি কর্মীকে অপহরণ করা হয়েছে তা বিস্তারিত জানায়নি পুলিশ।

Exit mobile version