Site icon Jamuna Television

গ্রাহকের কাছে সাশ্রয়ীমূল্যে মানসম্মত বিদ্যুৎ পৌঁছে দেয়াই বড় চ্যালেঞ্জ: সিপিডি

গ্রাহকের দোরগোড়ায় সাশ্রয়ীমূল্যে মানসম্মত বিদ্যুৎ পৌঁছে দেয়াই এখন বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার সকালে, ‘অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিদ্যুত খাতের পরিস্থিতি পর্যালোচনা, ওয়েবিনারে এ তথ্য জানায় সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি।

সিপিডি বলছে, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে নানা কর্মসূচি নেওয়া হয়েছিলো। যার ৮০ শতাংশ অর্জন হয়েছে। এই সময়ে বেড়েছে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ। একইসাথে বেড়েছে গ্রাহকের সংখ্যাও। নবায়নযোগ্য জ্বালানী খাতে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে, সিপিডি।

সংস্থাটি বলছে, প্রবৃদ্ধির চাকা সচল রাখতে এই খাতকে অগ্রাধিকার দিতে হবে। উৎপাদন সচল রাখার জন্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবাও প্রয়োজন।

Exit mobile version