Site icon Jamuna Television

কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ২০৫ যাত্রী নিয়ে লন্ডন থেকে বাংলাদেশে এসেছে একটি ফ্লাইট

যুক্তরাজ্যে কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ২০৫ যাত্রী নিয়ে একটি ফ্লাইট লন্ডন থেকে বাংলাদেশে এসেছে। সকালে ৯ টার পর বিমানের বিজি ২০২ ফ্লাইটটি লন্ডন থেকে সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

১৬৫ যাত্রী সিলেট বিমানবন্দরে নামলে তাদের সবাইকে হেলথ ডেস্কে নিয়ে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষা করা হয়। বাকি ৪০ জন যাত্রী সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌছায়।

বিমানবন্দরে এক অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন যেখান থেকেই আসুক পিসিআর টিস্ট করে আসতে হবে, যুক্তরাজ্যের জন্য আলাদা ব্যবস্থা করা আছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আমরা উদাসীন না। দরকার হলে লন্ডনের সাথেও যোগাযোগ বন্ধ করে দেয়া হবে।

Exit mobile version