Site icon Jamuna Television

‘করোনায় আমেরিকা ইউরোপ থেকে আমাদের পরিস্থিতি ভালো’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিমানবন্দরে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিএমএ ভবনে স্বাচিবের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। এসময় তিনি বলেন, করোনার ৩ কোটি ডোজ ভ্যাকসিন আনা হচ্ছে। যা জানুয়ারির শেষে দিকে পাওয়া যাবে।

করোনা মোকাবেলায় সরকার ১২ থেকে ১৪ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করেন মন্ত্রী। প্রত্যেক জেলায় ১০টি আইসিইউ বেড বসানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত, আমেরিকা ও ইউরোপের থেকে আমাদের পরিস্থিতি ভালো। ৮০ ভাগ করোনা রোগী টেলিমিডিসিনের মাধ্যমে বাসায় থেকে সেবা নিয়েছে। তিনি আরও বলেন, দেশে আরও ৩টি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। ৭৮টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ফ্লো লাইন বসানো হয়েছে।

Exit mobile version