Site icon Jamuna Television

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত যুক্তরাজ্য-ইইউ

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ইউরোপীয় কমিশনার জানান, রাতভর আলোচনার পর চুক্তির বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। তিনি বলেন, অর্থ, সীমানা, আইন এবং বাণিজ্য অধিকার ফিরে পেয়েছে ব্রিটিশরা। এই চুক্তির আওতায় বিভিন্ন কোম্পানি এবং রফতানিকারক প্রতিষ্ঠানগুলো ইইউ জোটের দেশগুলোর সাথে আরও বেশি বাণিজ্য করার সুযোগ পাবে।

যুক্তরাজ্য গেলো ৩১ জানুয়ারি ইইউ ছাড়লেও ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিলো দু’পক্ষের মধ্যে বাণিজ্যিক চুক্তিতে পৌঁছানোর সুযোগ। তবে চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

Exit mobile version