Site icon Jamuna Television

নেইমার-এমবাপ্পেকে নিয়ে রসিকতা করে চাকরি হারালেন পিএসজি কোচ!

নেইমার-এমবাপ্পেকে নিয়ে রসিকতা করে চাকরি হারালেন পিএসজি কোচ টমাস টুখেল। এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করেনি ক্লাব ও কোচ কেউই।

বৃহস্পতিবার লিগ ম্যাচে স্ত্রাসবুরের বিপক্ষে বড় জয়ের পরই বরখাস্ত হলেন টুখেল। চুক্তির মেয়াদ ছয় মাস বাকি থাকতেই এই সিদ্ধান্ত নেয় পিএসজি। লিগে সময়টা অবশ্য ভালো যাচ্ছিল না ফরাসি ক্লাবটির। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে পিএসজি। শেষ সাত ম্যাচে মাত্র তিনটিতে জয়।

যার খেসারতও গুণতে হলো টমাস টুখেলকে। তার পরিবর্তে নেইমার-এমবাপ্পেদের দ্বায়িত্ব দেয়া হতে পারে টটেনহ্যামের সাবেক কোচ মাওরিসিও পচেত্তিনোকে।

Exit mobile version