ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে শতাধিক গ্রামবাসীকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ৪২ জনকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার অঞ্চলটির বেকজি গ্রামে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে শতাধিক কৃষককে হত্যা করে মরদেহ জ্বালিয়ে দেয়া হয়। এর পরই সংঘাত কবলিত এলাকাটিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেন প্রধানমন্ত্রী অ্যাবে আহমেদ।
বিভিন্ন গণমাধ্যম বলছে, কয়েক ঘণ্টা চালানো অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয় কমপক্ষে ৪২ জন। এখনও চলছে অভিযান। এলাকাটিতে গুরমুজ’সহ বেশ কয়েকটি নৃগোষ্ঠী সক্রিয়।

