Site icon Jamuna Television

বক্সিং ডে টেস্টে খেলছেন না ডেভিড ওয়ার্নার

আজ ভোরে বক্সিং টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত যে ৪৪টি বক্সিং ডে টেস্ট হয়েছে অস্ট্রেলিয়ায়, তার মধ্যে ২৫টিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

তবে গেল দুবছর আগে বক্সিং ডে টেস্ট জয় অনুপ্রেরণা হতে পারে ভারতের। প্রথম টেস্টের হারের লজ্জা থেকে বেরিয়ে এসে ঘুরে দাড়াতে পারে ভারতীয়রা। ভারতের জন্য আরও একটি সুখবর রয়েছে ইনজুরির কারণে এ ম্যাচে খেলা হবে না ডেভিড ওয়ার্নার ও শন অ্যাবটের।

বিপরীতে প্রথম টেস্টে ৩৬ রানে অলআউটের লজ্জা কাটাতে এ ম্যাচে ভারতকে লড়তে হবে অধিনায়ক ভিরাট কোহলিকে ছাড়া। আগামীকাল ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচটি

Exit mobile version