Site icon Jamuna Television

চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন হত্যা মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান গ্রেফতার

মিরপুর বাংলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন হত্যা মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে তাকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ।

গত ১৭ ডিসেম্বর বিকেলে বাসা থেকে পাশের হাসপাতালে চাচীকে দেখতে বের হয় সামনুন। পরিবার জানায়, সেখান থেকে সৎ চাচা রনি ও ফুফাতো ভাই প্রলয় তাকে অপহরণ করে শাহআলী মার্কেটে নিয়ে যায়। সেখানে সাজায় অপহরণ নাটক সাজিয়ে সামনুনের মায়ের কাছে ফোন করে ৫ লাখ টাকা দাবি করে। ছেলেকে পেতে বিকাশে ৬০ হাজার টাকাও দিয়েছিল সামনুনের পরিবার। এরপরও বাচাঁতে পারেননি ছেলেকে।

অপহরণকারীদের ফোনের সুত্র ধরে গ্রেফতার করা হয় নিহত সামনুনের ফুফাত ভাই প্রলয়সহ ৪ জনকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ১৯ ডিসেম্বর সকালে শাহআলী মার্কেটের ছাদ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

সাইমুন নিহতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহত সামনুনের পরিবার।

Exit mobile version