Site icon Jamuna Television

ব্যাট হাতে এবছরের সেরা ওয়ানডে ইনিংস লিটনের

২০২০ সালে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ১৭৬ রানের ইনিংস। ১৪৩ বলে ১৬ চার ও ৮ ছয়ে সাজানো ইনিংটিই এবছরের সেরা হিসেবে বিবেচিত হয়েছে। এবছরের দ্বিতীয় সেরা ইনিংসও আরেক বাংলাদেশির ব্যাট থেকে এসেছে, বর্তমান টাইগারদের নেতা তামিমের ১৫৮ রানের ইনিংসটি রয়েছে দ্বিতীস্থানে। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ১৪২ রান করে তৃতীয় স্থানটি নিজের করে নিয়ে গোটা বিশ্বকে চমক দেখিয়েছেন স্কটল্যান্ডের দলের স্টারলিং।

চতুর্থ সেরা ইনিংস খেলার তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যার্টসম্যান স্টিভেন স্মিথ। সম্প্রতি ভারতের সাথে খেলেছিলেন ১৩১ রানের ইনিংসটি।
পঞ্চম স্থানে রয়েছে বিশ্বকে চমক দেখানো নামিবিয়ার ক্রেইগ উইলিয়াম। ওমানের বিপক্ষে অপরাজিত ১২৯ রান খেলে বিশ্বের বাঘা বাঘা বাটারদের পেছনে ফেলেছেন তিনি।

Exit mobile version