Site icon Jamuna Television

অভিনেতা রজনীকান্ত হাসপাতালে ভর্তি

ভারতের দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

আনন্দবাজার জানায়, হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে শুক্রবার সকালেই ভর্তি করা হয় তাকে। হাসপাতাল থেকে এ ব্যাপারে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, রজনীকান্তর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। করা হয়েছে মেডিকেল পরীক্ষাও।

তবে হাসপাতাল থেক স্পষ্ট করেই জানানো হয় রজনীকান্তের করোনা সংক্রমণের কোনও লক্ষণ নেই। রক্তচাপ স্বাভাবিক হচ্ছে না হওয়া পর্যন্ত নজরদারিতে থাকবেন তিনি।

Exit mobile version