Site icon Jamuna Television

বড়দিনেই যুক্তরাষ্ট্রের টেনেসিতে ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রে বড়দিনে টেনেসির ন্যাশভিলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩ জন, এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কয়েকটি ভবন। পুড়ে গেছে অন্তত ৩টি গাড়ি।

মার্কিন প্রশাসন বলছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা নাগাদ বিস্ফোরণটি হয়। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ এটি ঘটিয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করা হচ্ছে।

পুলিশ বলছে, ঘটনাস্থলে একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গাড়িতে শক্তিশালী বিস্ফোরক ছিলো। ঘটনার পরপরই এলাকাটি বন্ধ করে দেয় পুলিশ। এরই মধ্যে কারণ জানতে তদন্তে নেমেছে এফবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। এসময় খসে পড়ে আশপাশের বাসা বাড়ির দরজা-জানালার কাঁচ।

Exit mobile version